parbattanews

ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

63881

ক্রীড়া ডেক্স:
আফগানিস্তানের কাছে হারের দগদগে ক্ষত নিয়েই বাংলাদেশ সফরে আসলো জিম্বাবুয়ে ক্রিকেট দল। রোববার রাতেই সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে আফগানদের কাছে ৮১ রানে হেরেছে জিম্বাবুয়ে। ব্যর্থতার ভারে ন্যুজ এলটন চিগুম্বুরার দল সোমবার বিকেল পাঁচটার দিকে ঢাকা এসে পৌঁছেছে।

সোমবার রাতটা ঢাকায় কাটাবে সফরকারীরা। মঙ্গলবার দুপুর ১২টায় বিমানযোগে যশোর হয়ে খুলনায় যাবে জিম্বাবুয়ে দল।

সফরে বাংলাদেশের বিপক্ষে চার টি-২০ ম্যাচ খেলবে দলটি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি চার ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে গত ৮ জানুয়ারি খুলনায় গিয়েছিল টাইগাররা। ৯ জানুয়ারি থেকে সিরিজের ভেন্যুতে অনুশীলন করছেন মাশরাফি-সাকিবরা।

আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে জিম্বাবুয়ের সঙ্গী হয়েছে হারের লজ্জা। ওয়ানডে সিরিজটা ৩-২ ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। পরে টি-২০ সিরিজে কোনো জয়ই পায়নি চিগুম্বুরা বাহিনী। রোববার রাতে দ্বিতীয় টি-২০ তে মোহাম্মদ শেহজাদের বিধ্বংসী সেঞ্চুরিতে আফগানিস্তান ৬ উইকেটে ২১৫ রান করেছিল। শেহজাদ ৬৭ বলে ১১৮ রান করেছিলেন। পরে জিম্বাবুয়ে ১৩৪ রান করতে সমর্থ হয়েছিল

Exit mobile version