ঢাবি ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে আদালত সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের মিল্লাত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, হামলা-মামলা আর গুলি করে নেতাকর্মীদের হত্যা করে ক্ষমতাসীনদের শেষ রক্ষা হবে না। তিনি আরো বলেন, দু:শাসনের কারণে তাদের দেশে জনসমর্থন ও বিদেশে বন্ধু শূন্য হয়ে পড়েছে। তাদের পরিধি দেশে-বিদেশে ছোট হয়ে আসছে। এখন থেকে প্রতিটি হামলার দাঁতভাঙ্গা জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।