ঢাবি শিবির সভাপতি আবু সাদিকের চোঁখে লংগদু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু সাদিক কায়েম রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার সৌন্দর্যের কথা তুলে ধরেছেন।
নিজের ফেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, সবুজ প্রকৃতি, বড় বড় পাহাড় আর চারপাশে হ্রদের নীল জলরাশি নিয়েই রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম লংগদু উপজেলা। লেকের অংশজুড়ে মাছ ধরার সারি সারি নৌকা, ছোট ছোট দ্বীপ আর দূর পাহাড়ের সারি। দ্বীপগুলোর ঠিক উপরে ছোট ছোট ঘর। প্রত্যেক ঘরের ঘাটে বেঁধে রেখেছে একটি করে নৌকাও। এ চমৎকার সব দৃশ্যই মনে করিয়ে দেয় মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়াতাআ’লার অবিরত রহমত। কী চোখে পড়ে না এই যাত্রায়? দিগন্তজোড়া ফসলের মাঠ, পাহাড়, ভ্যালী, তার মধ্য দিয়ে আঁকাবাঁকা বয়ে যাওয়া খাল, আরো কত কিছু!
সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু সাদিক কায়েম আরো লেখেন, লংগদু উপজেলার দর্শনীয় স্থানের মধ্যে “গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্স” অন্যতম। ১৯৯০ সালে উপমহাদেশের অন্যতম সমাজ সংস্কারক শাহ সুফী আবদুল জব্বার (রাহ) দুর্গম এই পাহাড়ে অত্র কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ত্রাতা হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি। আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষিত হয়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে সেবা দিচ্ছেন এবং রাংগামাটি জেলায় বহুবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছেন। এই অঞ্চলের প্রায় ৮০ ভাগ নিম্নবিত্ত পরিবারের সন্তানদের বায়তুশ শরফ কমপ্লেক্স সম্পূর্ণ ফ্রি অথবা নামমাত্র বেতনে থাকা, খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা করে পাহাড়কে আলোকিত করছেন। এছাড়াও বায়তুশ শরফ কমপ্লেক্সের নিজস্ব জেনারেটরের মাধ্যমে এই এলাকায় বিদ্যুতায়ন, চক্ষু সেবা কার্যক্রম, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের কারণে অত্র এলাকার পাহাড়ি-বাঙ্গালী সবার কাছে আস্থা ও ভালোবাসার অনন্য ঠিকানা বায়তুশ শরফ। এর বাইরেও লংগদু উপজেলার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বনশ্রী রেস্ট হাউজ, রাবেতা হাসপাতাল, তিনটিলা বন বিহার, ডুলুছড়ি জেতবন বিহার, কাট্টলী বিল, গরুসটাং পাহাড়, বন বিহারবন স্মৃতি রেস্ট-হাউস, যা যে কোন ভ্রমণপিয়াসুর মনের ও আত্মার খোরাক মেটাবে।
সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী। তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
সাদিক খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়তুশ শরফ থেকে আলিম পাস করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।