ঢেউ উপেক্ষা করে সেন্টমার্টিনে ছুটে গেলেন বিএনপির এমপি প্রার্থী শাহজাহান চৌধুরী


দেশের সর্ব দক্ষিণের একমাত্র প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে দলীয় অনুষ্ঠানে যোগ দিতে স্পীড বোট বহর নিয়ে সমুদ্র পাড়ি দিলেন সদ্য বিএনপির মনোনয়ন প্রাপ্ত কক্সবাজার-৪ (উখিয়া টেকনাফ) এর সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
নেতাকর্মী নিয়ে তিনি মঙ্গলবার সকাল ৯টারদিকে টেকনাফের শাহপরীরদ্বীপ জেটিঘাট দিয়ে সমুদ্র পথে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা হন। সাগরের উত্তাল ঢেউ উপেক্ষা করে প্রায় আধ ঘণ্টা পাড়ি দিয়ে তিনি সেন্টমার্টিন পৌঁছলে অপেক্ষামান দ্বীপবাসী শাহজাহান চৌধুরীকে স্বাগত জানান।
এসময় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান ছিদ্দিক, উপজেলা যুবদলের আহবায়ক মো. কাইয়ুম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গিয়াস উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সফরসঙ্গী ছিলেন।
টেকনাফ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গিয়াসউদ্দিন জানান, সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠনের পুর্বঘোষিত প্রোগ্রাম ছিল আজ। গতকাল সোমবার রাতে বিএনপির মনোনয়ন ঘোষণার পর প্রথম দেশের সর্বশেষ ভুখন্ড থেকে উখিয়া টেকনাফ সংসদীয় আসনের প্রচার প্রচারণা শুরু করতে এবং নেতা কর্মীদের সাথে সাক্ষাৎ করতে সেন্টমর্টিনে আসেন শাহজাহান চৌধুরী।
সুত্রে জানা গেছে, সেন্টমার্টিন দ্বীপের একমাত্র হাসপাতাল পরিদর্শন করবেন এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দ্বীপের হতদরিদ্রের মাঝে ঔষধ সামগ্রী বিতরণ করবেন। এছাড়াও বিএনপি ও অংগসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও উঠান বৈঠকে অংশ গ্রহন করবেন।

















