তত্ত্বাবধায়ক সরকার আর নয়: খাগড়াছড়িতে নাসিম

khagrachari pic-2

দুলাল হোসেন, খাগড়াছড়ি:
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, এ দেশে আর কোন নির্বাচন মেরুদন্ডহীন তিন মাসের তত্তাবধায়ক সরকারের অধীনে হবেনা। সংবিধান অনুযায়ী সরকারের মেয়াদ পরবর্তী তিন মাসের মধ্যেই নির্বাচন হবে। দুনিয়ার কোন শক্তিই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবেনা। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচাইতে শান্তিপূর্ণ দেশ। বুধবার খাগড়াছড়ি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাগড়াছড়ি জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এড. জ্ঞান জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সামবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়াম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোঃ আবু কাউছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহেদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামীলীগকে হুমকী ধামকি দিয়ে কোন লাভ হবে না। আগামী সংসদ নির্বাচন সংসদীয় রাষ্ট্র ব্যবস্থা অনুযায়ী সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিয়ে অবশ্যই বিজয়ী করতে হবে। সরকার পরিচালনায় আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। মানুষ মাত্রই ভুল করে। পাঁচ বছরে দেশের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। পাঁছ বছর এই কম সময়ে মধ্যে দেশের সব কিছু সমাধান করতে পেরেছে এই নজির পৃথিবীতে কোথাও নেই। তাই দেশের উন্নয়ন অব্যাহত জন্য আওয়ামীলীগকে দেওয়ার জন্য খাগড়াছড়িবাসীর প্রতি অনুরোধ জানান।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ দ্বিতীয়বার ক্ষমতায় এসে দেশকে জঙ্গীমুক্ত করা হয়েছে, জাতির পিতা ও চার জাতীয় নেতা হত্যকারীদের বিচার হয়েছে। একাত্তরের মানবতা বিরোধীদের বিচারের কাজ হচ্ছে। অবিলম্বে এ বিচারের রায় কার্যকর করা হবে বলে তিনি দাবী করেন । তিনি বিরোধীদলের সমালোচনা করে বলেন, বিরোধী দলীয় নেত্রী এখন বেদের জোৎনা হয়ে সাপ নিয়ে খেলা খেলছেন। প্রধানমন্ত্রী সংলাপের প্রস্তাবের জবাবে বিরোধীদলীয় নেত্রী রাজী না হয়ে হেফজতকে সহায়তা দিয়েছিলেন।

তিনি আরো বলেন, বিরোধী দলীয় নেত্রী জামায়াত-শিবিরকে বাচানোর জন্য ষড়যন্ত্র করছেন। তিনি হাজারো ষড়যন্ত্র করলেও নিজামী-মুজাহিদ-সাঈদীদের রক্ষা করতে পারবেন না। তিনি আগামী সংসদ নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকার শেখ হাসিনার নেতৃত্বে গঠন করা হবে বলে জানান। নির্বাচনকালীন সরকার রাষ্ট্রের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে গেলেও তখন প্রশাসন, নিরাপত্তা বাহিনী, পুলিশ সব নিয়ন্ত্রণ থাকবে নির্বাচন কমিশনের অধীনে।

মোঃ নাসিম পার্বত্যবাসীর উদ্দেশ্য বলেন, এই অঞ্চল শান্তি রাখার দায়িত্ব আপনাদের তিনি মনে করেন বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে পার্বত্য অঞ্চল শান্তি থাকবে না ।

শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনের খসড়া মন্ত্রীসভায় অনুমোদন দেওয়া হয়েছে। আইনের খসড়ায় কি আছে তা এখনো আমি ব্যক্তিগতভাবে জানিনা। এটি সংসদে পাশ হওয়ার পর জানা যাবে। অথচ মৌলবাদী ও রাজাকারদের দোসর একটি সংগঠন এই সংশোধনী প্রস্তাবটি না জেনে তিন পার্বত্য জেলায় অবরোধসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে। তিনি সংসদ নির্বাচনের পূর্বে পার্বত্য জেলাগুলো থেকে অস্ত্র উদ্ধার অভিযান চালানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়ানোর মাধ্যমে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলনের কর্মসূচি শুরু হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন