parbattanews

তবলায় দেশসেরা খাগড়াছড়ির অর্ণব ত্রিপুরা

তবলা প্রতিযোগিতায় দেশের ৬৪ জেলাকে হারিয়ে দেশসেরা (প্রথম) হয়েছেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিয় বসু ত্রিপুরা ও দীঘিনালা কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিংকি বড়ুয়া’র বড় ছেলে অর্ণব ত্রিপুরা (১৩)। অর্ণব ত্রিপুরা অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত।

এ সাফল্যের জন্য সান্তুয়া সমিতি, হামরনাই সমিতির উদ্যোগে সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাঁর এই সাফল্যের জন্য উচ্ছ্বসিত শিক্ষক দম্পতির পরিবার, প্রতিবেশী ও জেলাবাসী।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জেলা শহরের অর্ণব ত্রিপুরার নিজ বাসভবনে এ সম্মাননা ও অভিনন্দন জানান তারা।

এ সময় নবলেশ্বর ত্রিপুরা (লায়ন), জয় প্রকাশ ত্রিপুরা, দেবাশীষ ত্রিপুরা, বিকিরণ রোয়াজা, প্রনেশ ত্রিপুরা, প্রজ্জ্বল রোয়াজা, দিগন্ত প্রসাদ ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তথ্যমতে; জাতীয় শিশু প্রতিযোগিতার ফলাফল গত ২৪ ডিসেম্বরে প্রকাশিত হয়। এ প্রতিযোগিতায় শিক্ষক দম্পতির সন্তান অর্ণব তবলায় ৬৪ জেলার প্রতিযোগিদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেন। দেশসেরা (১ম) হওয়ায় রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন। তাকে ফেব্রয়ারি প্রথম সপ্তাহে রাষ্ট্রপতি পদক প্রদান করা হবে।

Exit mobile version