তসলিমা নাসরিনের বক্তব্যে কড়া জবাব দিলেন এ আর রহমানের মেয়ে

fec-image

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের মেয়ে খাতিজার বোরকা পরা নিয়ে সম্প্রতি এক টুইট বার্তায় তসলিমা নাসরিন লিখেন, ‘আমি এ আর রহমানের গান পছন্দ করি। কিন্তু যখনই তার মেয়েকে দেখি, আমার দম বন্ধ হয়ে আসে। একটি শিক্ষিত পরিবারের মেয়ের চিন্তাধারাও কীভাবে মগজধোলাই করে বদলে ফেলা হয়, তা ভাবতেও অবাক লাগে!’

এ আর রহমানের মেয়েকে নিয়ে তসলিমার এই টুইট প্রকাশ্যে আসার তার পক্ষে-বিপক্ষে যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এবার এ আর রহমানের মেয়ে নিজেই তসলিমা নাসরিনের টুইটের জবাব দিলেন।

ইনস্টাগ্রামে আগুনের ছবি পোস্ট করে খাতিজা লিখেছেন, ‘ আমি চুপ করে আছি তার মানে এই নয় যে আমি কিছু জানি না, শান্ত হয়ে আছি বলেই মেনে নিয়েছি তা নয়। আমার দয়াকে দুর্বলতা মনে করবেন না। যাদের দম বন্ধ হয়ে যায়, বিশুদ্ধ বাতাস গ্রহণ করুন।’

উপরের কথাগুলো বলেই থেমে থাকেননি খাতিজা। তসলিমা নাসরিনের পোস্টের স্ক্রিনশট প্রকাশ করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই আর নিজেকে আমি দুর্বলও মনে করি না। আমি যা তাতেই খুশি এবং গর্বিত এবং যারা আমাকে এভাবে গ্রহণ করেছেন তাদের ধন্যবাদ।

সৃষ্টিকর্তা চাইলে আমার কাজই কথা বলবে। এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। অনেকেই হয়তো ভাবছেন, এই বিষয় নিয়ে কেন কথা বলছি। দুঃখের বিষয় এটি প্রায়ই আলোচনা আসে এবং এটি নিয়ে সোচ্চার হওয়া উচিত।’

তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে খাতিজা বলেন, ‘প্রিয় তসলিমা নাসরিন, আমি দুঃখিত আমার পোশাকে আপনার দম বন্ধ হয়ে যায়। দয়াকরে মুক্ত বাতাস গ্রহণ করুন। আমার দম বন্ধ হয় না, কারণ আমি যে নীতি মেনে চলি তাতে আমি গর্বিত। আমি আপনাকে পরামর্শ দিব, প্রকৃত নারীবাদ কী তা গুগল করে জেনে নিন। নারীবাদ মানে অন্য মেয়েকে হেয় করা ও কোনো বিষয়ে তার বাবাকে টেনে আনা নয়। আর কখনো আপনাকে আমার বোরকা পরা ছবি পাঠিয়েছি বলেও আমার মনে পড়ে না!

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন