parbattanews

তাইন্দংয়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সংসদীয় দল আসছে ৪ সেপ্টেম্বর

13591_556015647789233_286866143_n

পার্বত্যনিউজ ডেস্ক :

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আসছে সংসদীয় দল। রবিবার সংসদ ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্দান্ত নেয়া হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম‘র নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উশৈসিং এমপি, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা এমপি, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি এবং মো: আবু জাহির ।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ মাহে আলম ক্ষতিগ্রস্ত এলাকায় সংসদীয় দলের আসার বিষয়টি পার্বত্যনিউজকে  নিশ্চিত করেছেন।

পরিদর্শন শেষে সাংসদীয় দল জেলার আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি’র উপর স্থানীয় সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হবার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ৩ আগষ্ট সকালে মোটর সাইকেল চালক মো: কামাল হোসেন অপহরণের জের ধরে তাইন্দংয়ের কয়েকটি উপজাতিয় গ্রামে প্রায় ৩৫টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় আতঙ্কিত পাহাড়ীরা ভারত-বাংলাদেশ সীমান্তের নো-মেন্স ল্যান্ডে এবং পার্শ্ববর্তী পানছড়ি উপজেলায় আশ্রয় নেয়।

উল্লেখ্য যে, এর আগে ঘটনার পরদিন ৪ আগষ্ট ঘটনাস্থল পরিদর্শন ও ভারত-বাংলাদেশ সীমান্তের নো-মেন্স ল্যান্ডে আশ্রয় নেয়া পাহাড়ীদের দেশে ফিরে আসতে তাদের সাথে কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার এমপি।

Exit mobile version