parbattanews

তামাক চুল্লির ধোঁয়ায় দীঘিনালার পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি

দিঘীনালা সংবাদদাতা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ঘুরে দেখা যায় প্রায় ৫০০ এর মতো তামাক চুল্লি রয়েছে এ উপজেলায়। এ চুল্লিতে ব্যবহার হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান সম্পদ কাঠ। এই তামাক চুল্লির ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ, হুমকির মুখে জনস্বাস্থ্য! তামাক চুল্লির বিষাক্ত ধোঁয়ায় বুক ব্যাথা, ফুসফুস ক্যানসার, শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগে আক্তান্ত হচ্ছে সাধারণ মানুষ।

এই বিষয়ে উপজেলা সদর হাসপাতালে যোগাযোগ করলে কর্তৃপক্ষ থেকে বলা হয় শ্বাসকষ্ট জনিত রোগী আমাদের কাছে প্রতিদিন দুই/তিন জন আসে। উপজেলার জামতলী নামক এলাকার তামাক চাষী মো. মমিন মিয়া বলেন, এই বছরে আমি ১০ একর তামাক চাষ করি। আমার তামাক চুল্লি দু’টি । এতে শ্রমিক আছে ২৫ জন। প্রতিদিন একটি চুল্লিতে কাঠ লাগে প্রায় ৮ মণ, তিনি আরো বলেন, তামাকে কাজ করা অনেক কষ্টের কয়েক দিন পর পর আমার বুকে ব্যাথা ওঠে! আরো বলেন, আমার ২৫ জন শ্রমিকের  মধ্যে প্রতিদিন দুই-এক জন  কাজে আসতে পারেনা অসুস্থতার কারণে।

Exit mobile version