তামিমের বদলে অধিনায়ক হয়ে যা বললেন হৃদয়

fec-image

ঈদের ছুটি শেষে রোববার মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের খেলা।  এ পর্ব থেকে দেখা যাবে না মোহামেডান অধিনায়ক তামিম ইকবালকে। রমজানে খেলা চলাকালে মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে কার্যত ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে।

মাঠের খেলা গড়ানোর আগে আলোচনায় তামিমের স্থলাভিষিক্ত হিসেবে অধিনায়কত্ব পাবেন কে। নতুন করে তারকা ঠাসা দল মোহামেডানের নেতৃত্বে কে আসবেন তা নিয়েই চলছিল আলোচনা। শেষ পর্যন্ত মোহামেডানের অধিনায়কত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়। দায়িত্ব পেয়ে আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন নতুন অধিনায়ক।

সেখানে হৃদয় বলছিলেন, ‘চ্যালেঞ্জ সব সেক্টরে আছে আপনার প্রফেশনে আছে, আমার প্রফেশনেও আছে। তো চেষ্টা করব আমি এটা এনজয় করার জন্য। এবং চেষ্টা করব দলের জন্য যতটুকু পারব এই দিকটাতে কন্ট্রিবিউট করার জন্য।’

অসুস্থায় তামিম সরে গিয়েছেন। সামনে মোহামেডানের অনেক খেলোয়াড় যোগ দিবেন জাতীয় দলের অনুশীলনে। এ নিয়ে হৃদয় বলেন, ‘প্রথমত এটা আমাদের হাতে নেই, যতটুকু আমাদের হাতে আছে, যতটুকু কন্ট্রোলে আছে। এর ভেতর থেকে আমাদের সবকিছু করতে হবে। আমাদের দল প্রথম থেকেই বিগ বাজেটের দল, এখনো বিগ বাজেটের দল আছে।’

তামিমের ইনজুরির পর হৃদয় পুরো ব্যাপারটা দেখছেন নতুনদের সুযোগের মঞ্চ হিসেবে, ‘হয়তো দুই একটা খেলোয়ার অন-অফ আছে। জাতীয় দলের খেলা রয়েছে আশা করছি আমাদের যারা ব্যাকআপ আছে তাদের জন্য একটা পজিটিভ সাইন হবে এটা। তারাও তো খেলোয়াড়, তাদের তো সুযোগ দরকার। আমরা চেষ্টা করব তারা যখনই যে অবস্থায় সুযোগ আসবে, তারা জন্য কাজে লাগাতে পারে সুযোগটা।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন