parbattanews

তিনদিনেও গ্রেফতার হয়নি আসল খুনিরা

ছাত্রলীগ নেতা আনাছ ইব্রাহিম

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার ছাত্রলীগ নেতা আনাছ ইব্রাহিম হত্যার তিনদিন পার হলেও এখনো মুল কিলারকে আটক করতে পারেনি পুলিশ।

ঘটনার সময় জনগনের সহযোগিতায় রিয়াজ নামের এক আসামীকে গ্রেফতার করলেও অন্য আসামীদের ধরতে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না বলে নিহত আনাছ এর বাবা অভিযোগ করেন। তবে এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছেন আনাছের আসল খুনিরা। এতে ক্ষোভ বাড়ছে আনাছের পরিবারের মাঝে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫মে রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা ওয়ের্ষ্টান প্লাজায় ছাত্রলীগ নেতা আনাছ ইব্রাহীমকে প্রকাশ্যে ক্ষুর দিয়ে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এঘটনার ১দিনপর আনাছের পিতা হাফেজ মৌলনা নেছার আহমদ বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে ১২জনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রিয়াজ নামের এক যুবককে গ্রেফতার করলেও এখনো আসল খুনিদের গ্রেফতার করতে পারেনি। আসল খুনিদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে।

এদিকে কী কারণে আনাছকে হত্যা করা হয়েছে তা এখনো সঠিক রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। আনাছের হত্যাকাণ্ড নিয়ে নানা তথ্য পাওয়া গেলেও আসল রহস্যের জট খুলেনি। কেউ বলছে প্রেমঘটিত বিষয়, কেউ বলছে মোবাইল চুরির ঘটনা নিয়ে এ হত্যাকাণ্ড হতে পারে।

অপরদিকে জনসম্মুখে ছাত্রলীগ নেতা আনাছকে হত্যা করে খুনিরা কিভাবে পালিয়ে গেল তা নিয়ে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ছাত্রলীগ নেতা আনাছ হত্যার বিচারে কোন তৎপরতা দেখা যাচ্ছে না উপজেলা ছাত্রলীগ বা পৌর ছাত্রলীগের মধ্যে। হত্যার দিন ছাত্রলীগের কিছু নেতাকর্মী খুনিদের গ্রেফতারে মিছিল মিটিং করলেও গত তিন ধরে নীরব রয়েছেন। এতে সাধারণ কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এব্যাপারে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মারুফ বলেন, আনাছ হত্যার বিচার নিয়ে আমরা তৎপর রয়েছি। তার পরিবারের সাথে সাক্ষাত করে খুনিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত ছাত্রলীগ মাঠে থাকবে।

অন্যদিকে পুলিশ বলছে, আনাছ হত্যার সাথে জড়িত খুনিদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম গঠন করে অভিযান চালানো হচ্ছে। খুনিদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হচ্ছে। তবে খুনিরা ছটকে পড়ায় বেগ পেতে হচ্ছে বলে জানান চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান।

তিনি বলেন, খুনিদের ধরতে রাতদিন পুলিশের কয়েকটি টিম ভাগ হয়ে অভিযান চালোনো হচ্ছে।যে কোন সময় আসল খুনিকে আটক করতে পারব।

এখানে এঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আসল খুনিরা যাতে পার না পায় সেভাবে পুলিশ কাজ করে যাচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন বলেন,  মামলার যথেষ্ট অগ্রগতি হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আসামীরা কে কোথায় আছে, তা প্রায় নিশ্চিত হয়েছি। যে কোন মুহুর্তে আসামীদের গ্রেফতার করার কথা জানান তিনি।

Exit mobile version