তিন জেলা পরিষদে নিয়োগ নিয়ে পিনাকী ভট্টাচার্যের মন্তব্য এবং তার প্রতিক্রিয়া

fec-image

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এই সরকার ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ আমলে সাজানো বা বিনাভোটে নির্বাচিত সারাদেশের বিভিন্ন স্তরের স্থানীয় সরকার তথা সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ বাতিল করেছে।

দেশের ৬১ জেলা পরিষদ ভেঙ্গে দেয়া হলেও ব্যতিক্রমী ঘটনা ঘটেছে তিন পার্বত্য জেলা পরিষদের ক্ষেত্রে। রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে এখনো আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদ বহাল আছে। তাই, পার্বত্য তিন জেলার অধিবাসীদের মধ্যে এই নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল। কবে নাগাদ বাতিল হতে পারে পাহাড়ের এই তিন জেলা পরিষদ? তিন জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্য পদেই বা কারা থাকতে পারেন? এসব নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই।

পার্বত্য তিন জেলা পরিষদে চেয়ারম্যান এবং সদস্য পদে নিয়োগ পেতে ইতোমধ্যে আগ্রহীদের অনেকেই বিভিন্নভাবে জোরালো লবিং অব্যাহত রেখেছেন বলেও জানা গেছে। এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্ভাব্য চেয়ারম্যান এবং সদস্যদের নামের তালিকাও প্রকাশ হতে দেখা গেছে। সেসব নিয়েও আবার চুলচেরা বিশ্লেষণ করছেন অনেকে।

সর্বশেষ আজ ২৮ সেপ্টেম্বর শনিবার তিন পার্বত্য জেলা পরিষদ গঠন নিয়ে একটি পোস্ট ফেসবুকে শেয়ার করেছেন ছাত্র-জনতার বিপ্লবের অন্যতম রূপকার ব্লগার ও অ্যাক্টিভিস্ট প্যারিস প্রবাসী পিনাকী ভট্টাচার্য। তিনি লিখেছেন:‍

“U Kan Thein, MG Anup Chakma আর BG Tushar Kanti Chakma এই তিনজনকে পার্বত্য চট্টগ্রাম কাউন্সিলের তিন জেলার চেয়ারম্যান হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনজনের একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে তারা সমতলের মানুষ সম্পর্কে তীব্র বি/রাগ পোষণ করে। এই বি/রাগ তারা প্রকাশ্যে প্রকাশ করে না, কারণ তাদের উচ্চাভিলাষের পথে যেন তা বাধা হয়ে না দাঁড়ায়। কিন্তু তাদের সাথে গভীরভাবে যারা মিশেছে তাদের ফিডব্যাক এটা। কথা হইতেছে, এই তিন বিশিষ্ট মা/লকে কার ইচ্ছায় নির্বাচিত করার পাঁয়তারা চলতেছে?”

বাংলাদেশ সময় শনিবার দুপুরে পিনাকী ভট্টচার্য পার্বত্য তিন জেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান নিয়োগ নিয়ে এই পোস্ট করার পর থেকে বিষয়টি ‘টক অব দ্যা পাহাড়ে’ পরিণত হয়েছে। অনলাইনে বইছে মত-দ্বিমতের স্রোত। পোস্টটি শেয়ার করার পর থেকে শনিবার সন্ধ্যা ৮টা পর্যন্ত পিনাকী ভট্টাচার্যের ফেসবুক টাইম লাইন থেকে ২৪৬ বার, মন্তব্য এসেছে ৪৫৩টি এবং রিঅ্যাকশান এসেছে প্রায় ৮ হাজার।

পিনাকী ভট্টাচার্য পার্বত্য তিন জেলা পরিষদে চেয়ারম্যান পদে যাদের নিয়োগ দেয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তাদের মধ্যে একজন সেই পোস্টে মন্তব্য করেছেন।  U Kan Thein মন্তব্যের ঘরে লিখেছেন, ‌’পিনাকী বাবু আর ক’টা দিন সবুর কর, তোমার মুখোশ খুলে যাচ্ছে।’

পোস্টের নিচে Nʌz Rʋɭ Isɭʌɱ শিরোনামের একটি ফেসবুক আইডি থেকে মন্তব্য করে বলা হয়েছে, ‌’পার্বত্য অঞ্চলের উপজাতিরাই যদি সব সুযোগ সুবিধা ভোগ করে তাহলে বাঙালিরা কি করবে তাদের প্রতি কেন এত বৈষম্য তারা কি পারবে তো চট্টগ্রামে একাই বাস করে? চাকরির ক্ষেত্রে তাদের কোটা দেওয়া হচ্ছে বাঙ্গালীদের কোন কোটা নেই, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে সব মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সব চাকমা উপজাতি থেকে কেন?’

রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো তার ফেসবুক আইডি Saiful Bhutto থেকে মন্তব্য করেছেন, ‘ওই জেলা পরিষদ সমূহে একজন ভাইস চেয়ারম্যান নিয়োগ দান করা অতীব জরুরী, যিনি জেলা পরিষদ আইন সম্পর্কেও জানেন এবং প্রয়োজনে জাতিসত্তার জন্য ফাইটিং করতে পারবেন এইরকম একজন ভাইস চেয়ারম্যান যদি না থাকে জেলা পরিষদগুলো কখন কিভাবে পরিচালিত হবে আমরা কেউ জানতে পারবো না, পরে শুধু আমাদের দাবি-দাওয়াগুলোই প্রচার করবো প্রকাশ করবো, তাই ভাইস চেয়ারম্যান ছাড়া এই জেলা পরিষদকে নিয়ন্ত্রণ করা খুবই দুরূহ হবে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন