parbattanews

তিন দিনের সফরে বান্দরবানে সন্তু লারমা

5c4b720a2ad75127ceb0d3e30af08b60-57a711f5a33c2

নিজস্ব প্রতিবেদক:

কোন রাজনৈতিক কর্মসূচি না দিয়ে শুধুমাত্র বোমাং সার্কেল চিফ উচ প্রু চৌধুরীর সাথে সাক্ষাতের উদ্দেশ্য বান্দরবানে তিন দিনের সফরে আসছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা।  সহকারী নির্বাহী কর্মকর্তা (আইন, ভূমি ও উন্নয়ন) সুবর্না চাকমা স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, সোমবার বান্দরবান-চন্দ্রঘোনা সড়ক পথ হয়ে বিকালে সন্তু লারমা বান্দরবান উন্নয়ন বোর্ড রেষ্ট হাউজে রাত্রি যাপন করার কথা রয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বোমাং সার্কেল চিফ উচ প্রু চৌধুরীর সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে সন্তু লারমার। বুধবার সকাল সাড়ে ৯টায় সড়কপথে রাঙ্গামাটির উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করার কথা রয়েছে তার।

স্থানীয় সূত্র জানায়, সন্তু লারমা কি শুধু বোমাং সার্কেল চিফের সাথে সাক্ষাতের উদ্দেশ্য বান্দরবানে তিনদিনের সফরে আসছেন। একথা স্থানীয় সচেতন নাগরিকরা মানতে নারাজ।

সচেতন নাগরিকরা জানান, আওয়ামীলীগ নেতা মংপুকে অপহরণের পর থেকে জেলায় বেকাদায় রয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস)। জেএসএস’র শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা হওয়ায় গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছে। এরপর থেকে বান্দরবানে জেএসএস’র কোন কর্মসূচি কয়েক মাস যাবৎ নেই বললে চলে।

স্থানীয় সূত্রগুলো জানায়, জেএসএস’র নেতা কর্মীদের চাঙ্গা করতে সন্তু লারমা বান্দরবানে সফরে আসছেন। যদিওবা তার সফর সূচিতে রাজনৈতিক কোন কর্মসূচি উল্লেখ নেই।

এদিকে সন্তু লারমা আগমনকে ঘিরে বাঙ্গালী সংগঠনগুলোর কোন কর্মসূচি না থাকায় শহরে কোন উত্তেজনা দেখার মত চোখে পড়েনি।

Exit mobile version