তিন শতাধিক উপজাতি নারীর কুমারিত্ব পরীক্ষা
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের মধ্য প্রদেশে তিনশতাধিক নারীর কুমারীত্ব পরীক্ষা করা হয়েছে। গত শুক্রবার মধ্যে প্রদেশের উপজাতি অধ্যুষিত বিটুল জেলায় রাজ্য সরকার কর্তৃক আয়োজিত একটি গণবিয়ের অনুষ্ঠানে এই পরীক্ষা করা হয়।
ভারতের গণমাধ্যম জানায়, গত শুক্রবার মধ্যে প্রদেশে একটি গণ বিয়ের আয়োজন করে সেখানকার রাজ্য সরকার । এতে প্রায় ৩৫০ জন নারীর কুমারীত্ব ও গর্ভাবস্থা পরীক্ষা করা হয়! যাদের ৯০ ভাগই উপজাতি।
এই খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ঘটনাটি খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এই বিষয়ে রাজ্যের বিরোধী দলের প্রধান অজয় সিংহ বলেন , “এই ঘটনায় মুখ্যমন্ত্রীর উপজাতিদের কাছ ক্ষমা চাওয়া উচিত।”
Facebook Comment