তুলাবান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তুলাবান উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তুলাবান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বৃষকেতু চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি থানার ওসি শাহাদাৎ হোসেন, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ওংজি মারমা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমাসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান রঞ্জন চাকমা। পরে নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ময়মনসিংহ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ট্রেইনার জয়নাল আবেদীনসহ আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এসএসসি, তুলাবান উচ্চ বিদ্যালয়, নবীনবরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন