parbattanews

তুষার চাকমাকে হত্যার প্রতিবাদে সংহতি সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি:

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র ও এইচএসসি পরিক্ষার্থী তুষার চাকমাকে হত্যার প্রতিবাদে সংহতি সমাবেশ করবে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।

আগামীকাল শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে যৌথ উদ্যোগে এ সংহতি সমাবেশ করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংহতি সমাবেশে বক্তব্য রাখবেন বিভিন্ন প্রগতিশীল জাতীয় ছাত্র-নারী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  খাগড়াছড়ি সদরের নারাঙহিয়া রেডস্কোয়ারে (এলজিইডি ও জেলা নির্বাচন অফিসের কাছে) তুষার চাকমা (১৯) নামে এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত তুষার চাকমা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আর্থিক সংকটের কারণে সে ভাড়ায় টমটম (ব্যাটারি চালিত অটোরিক্সা) চালিয়ে ও বাসাবাড়িতে ইলেক্ট্রিকের কাজ করে পড়াশুনার খরচ চালাতো ।

সে লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের দেওয়ান পাড়ার বাসিন্দানীল রঞ্জন চাকমার ছেলে।

Exit mobile version