তুহিনের মুখে হাসি ফোটাল পানছড়ির সচিব 

fec-image

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে মোটর সাইকেল ও সিএনজি চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চলছিল। এক পাশে দাঁড়িয়ে তালিকা দেখছিলেন ৩নং পানছড়ি ইউপি সচিব মো. নজরুল ইসলাম। মাঠের আরেক পাশে দাঁড়িয়ে এসব উপভোগ আর দুরন্তপনায় ব্যস্ত ছিল কোমলমতি শিশু তুহিন।

এক পা দু‘পা করে সে এসে দাড়াল সচিব নজরুলের পাশে। অবশেষে বিনয়ের সাথে আবদার “ আংকেল আমরার ঘরে ছয়জন আছি, আমরারে দিতেন না” বলেই লজ্জায় মাথা নিচু। তুহিনের এই আবদারে সাড়া দিল সচিব নজরুল।

মাথায় হাত বুলিয়ে বললো আসো আমার মোটর সাইকেলের পিছনে উঠে বস। স্বস্তির হাসি মেরে দ্রুত উঠে পড়লো মোটর সাইকেলে। তাদের গন্তব্য ছিলো পানছড়ি ইউনিয়ন পরিষদ।

অবশেষে তুহিন পেলো খাদ্য সামগ্রী। তুহিনের চোখে মুখে কিযে মহাখুশী, মহানন্দ আর মুখ ভরা হাসি যা একনজর না দেখলেই নয়। খাদ্য সামগ্রীর বস্তাটি অনেক কষ্টে মাথায় তুলে আপনালয়ে ছুটে চলার সাথে সাথে চিৎকার করে বলছে “সচিব আংকেল দিছে, সচিব আংকেল দিছে।

তুহিনের আবদার রক্ষা করে মুখে হাসিয়ে ফুটিয়ে সচিব নজরুল একটি মহৎ মনের পরিচয় দিয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপি, পানছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন