তৃতীয়বারের মতো রাঙামাটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন সুলতান আহমেদ

তৃতীয়বারের মতো রাঙামাটি জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. সুলতান আহমেদ। তিনি লংগদু উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সুলতান আহমেদ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৬ ও ২০১৮ সালেও তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। এছাড়াও তিনি ২০১৭ সালে লংগদু উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
দুর্গম পাহাড়ি অঞ্চলে অবস্থান করেও শিক্ষক সুলতান আহমেদ করোনাকালে অনলাইনে ক্লাস পরিচালনা করা, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনাসহ শিক্ষা বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি রাঙামাটির একজন ICT জেলা অ্যাম্বাসেডর। এছাড়াও তিনি শিক্ষক বাতায়ন ও মুক্ত পাঠের একজন সক্রিয় সদস্য।