parbattanews

তৃতীয় দিনেও পানছড়ির হরতাল পালন হচ্ছে কঠোরভাবে

29.10

শাহজাহান কবির সাজু, পানছড়ি, খাগড়াছড়ি।

১৮ দলীয় জোটের ডাকা হরতালের তৃতীয় দিনেও পানছড়িতে দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তাঘাট রয়েছে জনশূণ্য ও গাড়ীশূণ্য। তবে গত দু’দিনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই হরতালের কর্মসূচী শেষ হয়েছে। তাছাড়া গতকাল রাতে পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আবদুস সামাদ মোড়লের কার্যালয়ে দু’দলের প্রথম সারির নেতাদের নিয়ে এক মত বিনিময় সভা করা হয়। এতে দু’দলকেই শান্তিপ্রিয়ভাবে তাদের কার্যক্রম চালানোর জন্য অফিসার ইনচার্জের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

নেতারাও শান্তি শৃংখলা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান। এদিকে নিরাপত্তা ও শান্তি শৃংখলা বজায় রাখতে বিজিবির পাশাপাশি পুলিশ বাহিনীও পুরো এলাকাজুড়ে টহলরত রয়েছে। এ রিপোর্ট লেখার সময় সকাল ১০টা পর্যন্ত পুরো পানছড়ির অবস্থা ভালো বলে জানান পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আব্দুস সামাদ মোড়ল।

Exit mobile version