parbattanews

ত্রিপুরাদের বৈসু উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী খেলাধুলা

পাহাড়ে শুরু হলো ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু উৎসব। ত্রিপুরা জনগোষ্ঠীদের বৈসু উৎসব উপলক্ষে তিন দিন ব্যাপী খেলাধুলার আয়োজন করেছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ।

শনিবার ( ৯ এপ্রিল ) বিকেলে খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ঐতিহ্যবাহী খেলা উদ্বোধন করা হয়। এসময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিকেএসের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নলেন্দ্র রাল ত্রিপুরা।

এসময় উপস্থিত ছিলেন বিটিকেএস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলা অওয়ামী লীগের সভাপতি সঞ্জীব ত্রিপুরা, খাগড়াছড়ি নুনছড়ি ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, গোলাবড়ি ইউনিয়নের ইউপি সদস্য লিলি ত্রিপুরাসহ ত্রিপুরা সমাজের সর্বস্তরের জনগণ ।

কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব হল বৈসু। জুম চাষ শুরুর আগে ত্রিপুরারা এই উৎসব পালন করে। বৈশাখ মাস থেকে জুম চাষ শুরু হয়। ত্রিপুরা জাতির বৈসু উৎসব প্রধানত তিনদিন। পুরনো বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন। আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে যাচ্ছে। এ খেলাধুলা সংরক্ষণ করতে হবে।

আলোচনাসভার শেষে মাঠ প্রাঙ্গণে সুকুই ( গিলা) খেলা, ওয়াকরাই, চপ্রিং, কাংটি/কাং, ঐতিহ্যবাহী গরয়া নৃত্য পরিবেশ করেন স্থানীয় শিল্পীরা।

Exit mobile version