ত্রিপুরায় তিন বাংলাদেশিকে হত্যার নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশের

fec-image

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিক গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হত্যাকাণ্ডকে “জঘন্য” ও “মানবাধিকার লঙ্ঘন” হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন। বাংলাদেশ সরকার এ শোচনীয় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।”

বাংলাদেশ সরকার ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে অপরাধীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, “সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষার অধিকার রাখেন।”

উল্লেখ্য, ১৫ অক্টোবর ত্রিপুরার খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় তিন বাংলাদেশি নাগরিক প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা তাদের চোর সন্দেহে গণপিটুনি ও তীর নিক্ষেপ করে হত্যা করে। পরে ভারতীয় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ত্রিপুরা, বাংলাদেশ, ভারতীয়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন