ত্রিপুরা কল্যাণ সংসদের শপথ গ্রহণ সম্পন্ন

fec-image

ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও প্রগতি এই চারটি মূলনীতিকে সামনে রেখে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটি’র ২১ সমস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮মার্চ) সকালে খাগড়াছড়ি সদর মিলনপুরে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি ও উপদেষ্টা নলেন্দ্র লাল ত্রিপুরা, উপদেষ্টা সুরেশ মোহন ত্রিপুরা, মনিন্দ্র লাল ত্রিপুরা, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রভাংশু ত্রিপুরা, সমাজসেবক ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরাসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ।

এদিন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটি’র আগামী তিন বছরের জন্য (মেয়াদকাল ২০২৫-২০২৭) কার্যকরী কমিটিতে সভাপতি পদে কমল বিকাশ ত্রিপুরা, সহ-সভাপতি ললিত মোহন ত্রিপুরা,সহ-সভাপতি এ্যাডভোকেট খুশিরায় ত্রিপুরা, সাধারণ সম্পাদক শুভ্রদেব ত্রিপুরা, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল দেওয়ান ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক হিসেবে পরেন্দ্র লাল ত্রিপুরা, যুগ্ম-সাধারণ সম্পাদক রোসেল ত্রিপুরা, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হরি কিশোর ত্রিপুরা, অর্থ সম্পাদক সুনি ত্রিপুরা, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনক দেববর্মা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর লাল ত্রিপুরা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ধনেশ্বর ত্রিপুরা রিচার্ড, ধর্ম, সমাজ কল্যাণ, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক বলিন্দ্র লাল ত্রিপুরা, আইন, বিচার ও ভূমি নিষ্পত্তি বিষয়ক সম্পাদক তাপস ত্রিপুরা,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিনয় ত্রিপুরা,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জ্যোতিষ বসু ত্রিপুরা,মহিলা বিষয়ক সম্পাদক মিঠুন রানী ত্রিপুরা, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক জয়া ত্রিপুরা, নির্বাহী সদস্য গণেশ ত্রিপুরা ও ভূমিকা ত্রিপুরা-কে নির্বাহী সদস্য করে সর্বমোট ২১ সদস্যের কার্যকরী কমিটিকে পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

এর আগে গত ২৮ফেব্রুয়ারি সংগঠনের উপদেষ্টা নলেন্দ্র লাল ত্রিপুরা বিগত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমল বিকাশ ত্রিপুরা-কে সভাপতি, অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমনকে সাধারণ সম্পাদক এবং পরেন্দ্র লাল ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি’র নাম ঘোষণা করা করা হয়।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা ত্রিপুরা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ত্রিপুরা জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন