ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কর্তৃক পাঠ্যবই ও সনদপত্র বিতরণ

fec-image

‘ঐক্য শিক্ষা প্রগতি, টিএসএফ’র মূলনীতি এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এবং ত্রিপুরা সমাজের অরাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠন ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ কর্তৃক আয়োজনে একাদশ শ্রেণির পাঠ্যবই ও কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৮এপ্রিল) বিকালে খাগড়াপুর ককবরক লাইব্রেরীর হল রুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় টিএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিকেএস কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা সম্পাদক শাপলা দেবী ত্রিপুরা, টিএসএফ’র সাবেক সভাপতি প্রমোদ বিকাশ ত্রিপুরা, সাবেক সভাপতি নবলেশ্বর দেওয়ান (লায়ন), সাবেক সভাপতি জয় প্রকাশ ত্রিপুরা, সাবেক সভাপতি দেবাশীষ ত্রিপুরা,সাবেক সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা প্রমুখ

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপজেলা ও কলেজ শাখার প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ত্রিপুরা, পাঠ্যবই, বিতরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন