বাঘাইছড়িতে ত্রুটিপূর্ণ মূল্য তালিকার জন্য ৭ দোকানিকে জরিমানা

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ত্রুটিপূর্ণ মূল্য তালিকার জন্য উপজেলার ৭ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু পরিচালিত মোবাইল কোর্ট।
২৬ এপ্রিল (রবিবার) সকাল ১০টায় উপজেলা মসজিদ মার্কেট ও চৌমুহনী সদর বাজারের ৭ দোকানিকে ত্রুটিপূর্ণ মূল্য তালিকায় অসঙ্গতি থাকায় ভোক্তা অধিকার আইনে ৮ হাজার টাকা জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে প্রসিকিউশন দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু।
এসময় অনেক দোকানিকে সতর্ক করা হয়েছে। অভিযানে বাঘাইছড়ি থানার এসআই মো. রানা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ছালমা আক্তার, আনসার কমান্ডার আবুল বাশার উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: জরিমানা, জরিমানাসহ, দোকানিকে
Facebook Comment