থাইল্যান্ডে মাদকবিরোধী অভিযানে মিয়ানমার জান্তা প্রধানের ছেলে-মেয়ের সম্পদের সন্ধান

থাইল্যান্ডে মাদকবিরোধী অভিযান চালিয়ে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের ছেলে ও মেয়ের নামে সম্পদ পাওয়া গেছে।
থাইল্যান্ডের সরকারি নথি ও বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: রয়টার্সের
অভিযানে সন্ধান পাওয়া সম্পদ মিন অং হ্লাইংয়ের মেয়ে ও ছেলের। এগুলো পাওয়া গেছে তুন মিন লাট (৫৩) নামের ব্যক্তির অ্যাপার্টমেন্টে।
গত বছর সেপ্টেম্বরে অপর তিন থাই নাগরিকের সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও অর্থপাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
হোটেল, জ্বালানি ও খনি ব্যবসায়ী তুন মিন লাট। তিনি মিয়ানমার জান্তা প্রধানের একজন ঘনিষ্ঠ সহযোগী। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিন অং হ্লাইং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন।
তিনটি সূত্র রয়টার্সকে বলেছে, তুন মিন লাট সেনাবাহিনীকে সরঞ্জাম সরবরাহ করেছেন। ২০১৯ সালে একটি অস্ত্র মেলায় মিয়ানমার জান্তা প্রধানের সঙ্গে তাকে দেখা গেছে।
মিন অং হ্লাইংয়ের দুই সন্তানকে কোনও আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে না বলে উল্লেখ করেছেন মামলাটি সম্পর্কে অবগত দুই ব্যক্তি। থাই কর্তৃপক্ষ তুন মিন লাটের বিরুদ্ধে তদন্তে তাদের সংশ্লিষ্টতা বিবেচনা করছে না।