parbattanews

থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজিবি

বান্দরবানের থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের পাশে দাঁড়ালেন বিজিবি। বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ান বিজিবি সদর দপ্তর আয়োজনে সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় থানচি উপজেলা সদরের ৩নং থানচি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে লাংরই হেডম্যান পাড়া (বোল্ডিং পাড়া) এর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা সহায়তা দিয়েছে বিজিবি ৩৮ ব্যাটালিয়ান বলিপাড়া জোনে জোনাল কমাল্ডিং অফিসার লে. কর্নেল খান্দকার শরীফুল আলম (পিএসসি)।

এ সময় বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ানে কয়েকজন কর্মকর্তা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি অনুপম মারমা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য চিংথোয়াইঅং মারমা , বোল্ডিং পাড়া কারবারী রেংনিং ম্রো, থানচি বাজারের ব্যবসায়ী লুচেম ম্রো উপস্থিত ছিলেন।

সহায়তা প্রদানের পর সাংবাদিকদের লে. কর্নেল খন্দকার শরীফুল আলম (পিএসসি) বলেন, মানবতা হলো শ্রেষ্ঠ ধর্ম বিজিবি পাহাড়ে সীমান্ত রক্ষা ছাড়াও হত দরিদ্র, অসহায়দের সহযোগিতা দিয়ে মানবতা কল্যাণে কাজ করছি ।

Exit mobile version