থানচিতে অগ্নিকাণ্ডে বিধবার বসতবাড়ি পুরে ছাই


বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের ক্যচু পাড়ায় এক বিধবার বসতবাড়ি অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেছে।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে প্রবারণা পূর্ণিমার দ্বিতীয় দিনে বৌদ্ধ বিহারে ভিক্ষুদের পিণ্ড দানের সময় এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বিধবা খ্যাইম্রাচিং মারমা (৬৪) তখন বাড়িতে ছিলেন না।
স্থানীয়রা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে অপর দুটি বসতঘর ভেঙ্গে ফেলা হয়।
বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, রান্নার চুলার আগুন পুরোপুরি নিভানো হয়নি, যা থেকে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডে সোনার গহনা, ধান, নগদ অর্থ, সোলার প্যানেলসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মুশফিকুর রহমান জানান, তিনটি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি ত্রাণ তহবিল থেকে অনুদান চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত ত্রাণ বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আছিফ উদ্দিন মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।