parbattanews

থানচিতে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে গবাদি পশু

থানচি প্রতিনিধি:

বান্দরবানে থানচিতে অজ্ঞাত রোগ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গবাদি পশু।

প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসকসহ কর্মচারীদের অনুপস্থিতির কারণে অজ্ঞাত রোগের চিকিৎসা নেওয়া যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসী।

বুধবার (১ মে) সকাল ৮টা থানচি উপজেলা সদরের সাংগু সেতু সংলগ্ন পাড়া নিবাসী রাজিয়া বেগম ২টি, বকুল আক্তার ১টি ভেড়া মারা যায়।

রাজিয়া বেগম জানান, ২-৩টা ছাগল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পৌছলে ছাগলটি মারা যায়। একই সময়ে বকুল আক্তারের ২টি ছাগল নিয়ে গেলে সেগুলোও মারা যায়।

ছাংদাক পাড়া নিবাসী মংথুইনু মারমা জানান, আমাদের পাড়ায় গত কয়েক দিনে অনেকে কবুতর, শুকর মারা গেছে। কি কারণে মারা গেছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসক না থাকায় জানতে পারিনি।

প্রাণিসম্পদ কার্যালয়ের নিকটে রনজুর মিস্ত্রি জানান, গত কয়েকদিন ধরে প্রাণিসম্পদ অফিস খুলতে দেখা যায়নি।

যোগাযোগ করা হলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আশরাফুল ইসলাম বলেন, গরমে গবাদি পশু গুলি স্ট্রোক করে মারা যেতে পারে। গবাদি পশু গুলোকে ছায়ায় রাখলে এমনটা হবে না।

তিনি জানান, আমি ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছি। কর্মচারীরাও গরমের জন্য চলে এসেছে মনে হয়। ওদের (কর্মচারীদের) সাথে যোগাযোগ করে  জানাবো।

Exit mobile version