parbattanews

থানচিতে অতিরিক্ত চাল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

বান্দরবানে থানচি বাজারে সরকারি লাইসেন্স না থাকায় অতিরিক্ত চাল মজুদ করার দায়ে ব্যবসায়ী ও সার ডিলার মহিউদ্দিন স্টোরে মালিক মো. ফারুকে ২য় বারের মতো ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুন) সকালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ, পুলিশ যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এর আগের মাসে ও অভিযানে একই দোকানদারকে অতিরিক্ত পণ্য মজুদ করায় এবং দ্রব্যমূল্য নির্ধারণ তালিকা টাঙ্গানো জন্য সতর্ক করা হলেও তা মানেননি। পাহাড়ি এলাকা ব্যবসায়ীদের অনিয়মে পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে বলে প্রশাসনের নিকট অভিযোগ আসে। পরে হঠাৎ করে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে সকল ব্যবসায়ীকে দ্রব্যমূল্য তালিকা টাঙ্গানো, অতিরিক্ত মজুদ না করার এবং আগামী এক সপ্তাহ মধ্যে খাদ্য অধিদপ্তরে লাইসেন্স সংগ্রহ করার সতর্ক দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও ও উপজেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এ সময় বান্দরবান জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক, থানচি উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আদুই রজ্ঞন তংচংগ্যা, কারিগড়ি খাদ্য পরিদর্শক অনুপম চাকমা, থানচি থানা পুলিশের উপসহকারী পরিদর্শক খোরশেদ আহম্মদসহ ৫ থেকে ৬ জন পুলিশের কস্টেবল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আদুই রজ্ঞন তংচংগ্যা সাংবাদিকদের বলেন, দেশের অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করে অসহনীয় পর্যায়ে পৌঁছে গেচ্ছে। তা নিয়ন্ত্রণে সরকার আদেশ দিয়েছে। সরকারি নির্দেশ পালন ও যথাযথ বাস্তবায়নের খাদ্য বিভাগ, প্রশাসনের সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version