থানচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে স্থানীয় প্রশাসন

fec-image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বান্দরবানের থানচিতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহন আইন ২০১৮ বিধি মোতাবেক বজায় রাখতে স্থানীয় উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে থানচি উপজেলায় আলীকদম, বান্দরবান সড়কের জিরো পয়েন্ট ও থানচি সাংগু সেতু, বাস স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স ও গাড়ির ফিটনেস যাচাই করা হয় এবং হেলমেট পরিধান না করায় দুটি মামলায় ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইউএনও রাকিব হাসান চৌধুরী।

তিনি বলেন, বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি কাগজপত্র মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। যানবাহন দুর্ঘটনা হতে রক্ষার পাওয়ার জন্য সচেতনমূলক পরামর্শে প্রদানসহ ভবিষ্যৎ দুর্ঘটনা রোধ ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা বৃদ্ধি পাবে।

এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় লাইসেন্স ও গাড়ির ফিটনেস যাচাই করা হয় এবং হেলমেট পরিধান না করায় দুটি মামলায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন