parbattanews

থানচিতে আটকা পড়েছে ১৬ পর্যটক

বান্দরবানে শুরু হওয়া প্রবল বর্ষণে থানচিতে বেড়াতে যাওয়া ১৬ পর্যটক আটকা পড়ার খবর পাওয়া গেছে। নেটওয়ার্ক না থাকায় এসব পর্যটকের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে বিজিবির সূত্র উল্লেখ করে পুলিশ জানিয়েছে আটকে পড়া পর্যটকরা জিন্নাপাড়াসহ বিভিন্ন এলাকায় নিরাপদে রয়েছে।

জানা গেছে, গত কয়েকদিনের ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটছে। এই অবস্থায় থানচির পর্যটন রুট জিন্না পাড়াসহ বিভিন্ন এলাকায় পর্যটকরা আটকা পড়ে।

থানচি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদী পথে যাতায়াত ঝুঁকিপূর্ণ হওয়ায় গত শুক্রবার থেকে থানচির রেমাক্রি, তিন্দু, বড়পাথর, নাফাখুম ও রুমার তিনাপসাইতার, বগালেক, কেওক্রাডংসহ বিভিন্ন পর্যটন স্পটে পর্যটক যাতায়তে নিষেধাজ্ঞা জারী করে উপজেলা প্রশাসন।

থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়েরুল হক জানান, থানচির বিভিন্ন এলাকায় কিছু পর্যটক আটকা পড়েছে। বিজিবির মাধ্যমে যোগাযোগ করা হয়েছে সেখানে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এসব পর্যটক ফিরতে পারছে না। তবে সবাই নিরাপদে আছেন।

 

Exit mobile version