থানচিতে ইস্কন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ইস্কন সংগঠন জড়িত এবং সংগঠনকে নিষিদ্ধসহ বিচার দাবিতে উত্তাল বান্দরবানে থানচি উপজেলা।
বান্দরবানে থানচি উপজেলা ইসলামী সমাজ।
বুধবার ২৭ নভেম্বর বিকাল সাড়ে ৪টা রিড্ থানচি ট্রেড সেন্টার প্রাঙ্গন হতে থানচি বাজার ও জনগুরুত্বপুর্ন এলাকায় এক বিক্ষোভ মিছিল করে রিড্ থানচি ট্রেড সেন্টার প্রাঙ্গনের এক পদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা ইসলামী সমাজের সভাপতি মোহাম্মদ হারুনর রশিদ টিপু, সভাপতিত্ব করেন, এ সময় থানচি জামের মসজিদের ইমাম মোল্লানা নাছির উদ্দিন,টিএনটি পাড়া জামের মসজিদে মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি নেতা আবু সামাদ, মোহাম্মদ আসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে ইসলামি সমাজের লোকজন দাবী করেন, ইস্কনকে নিষিদ্ধ, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায় এবং আমাদের একজন ভাইকে চট্টগ্রামে গলা কেটে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে ইস্কন প্রমাণ করেছে তারা সন্ত্রাসী সংগঠন। আমরা বায়ান্ন, একাত্তর ও জুলাই বিপ্লবে রক্ত দিয়েছি। এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীর গ্রেফতার ও দ্রুত বিচার দাবী করেন।