parbattanews

থানচিতে কাজু বাদাম-কপি চাষের পরিচর্চা উৎপাদনের উপর ৫৫ কৃষকের প্রশিক্ষণ

কৃষকদের নিয়ে গ্রাউজ এর একদিনের কর্মশালা

বান্দরবানে থানচিতে ৫৫ হত দরিদ্র কৃষকের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কাজু বাদাম ও কপি চাষের উপর পরিচর্চা, উৎপাদন ক্ষেত্র, সার কীটনাশক ব্যবহার, বাজারজাত করণ, অর্থনৈতিক কাঠামোর উপর এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থানচি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনের স্থানীয় এনজিও সংস্থা গ্রাউজ এর আয়োজনের ফোভেন এগ্রিকালচার অরগানেজেশান (FAO) প্রকল্পের আওতায় থানচি ও বলিপাড়া দুই ইউনিয়নের বেশ কয়েকটি পাড়ায় প্রাথমিক পর্যায়ের প্রায় ২শত কৃষকদের অর্ন্তভূক্ত করেন।

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগের নানামুখি সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন থানচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), স্থানীয় এনজিও সংস্থা প্রকল্পের কো-অর্ডিনেটর মনিয়াম ত্রিপুরা, থানচি সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা নুচিংপ্রু মারমা, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের বলিপাড়া ইউনিয়নে ১-২-৩ নং ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা মংচপ্রু মারমা , থানচি সদর ইউনিয়নের ১-২-৩ নং ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা বিপ্লব মারমা প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নের কাজ করছে যার সফলতায় কৃষি বিপ্লব ঘটে চলছে। এরই ধারাবাহিকতায় থানচি উপজেলা কৃষি বিভাগ অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে । উপযোগী সময়ের এসডিজি গোল্ড উন্নয়নে সকল কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করে সহযোগিতা করার আহবান জানান তারা।

Exit mobile version