parbattanews

থানচিতে কারিতাসের প্রকল্প সমাপ্তির উপর মূল্যায়ন সেমিনার

থানচি প্রতিনিধি:

থানচিতে স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্প মেয়াদ সমাপ্তির উপর স্থানীয়দের মূল্যায়ন বিষয়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কারিতাসের খাদ্য নিরাপত্তা  প্রকল্পের কর্মকর্তাদের আয়োজনে বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা উপজেলা জনসেবা কেন্দ্র ( গোল ঘর ) এর এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রধান অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিকুলী মারমা, বিশেষ অতিথি হিসাবে ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. হুমায়ূন কবির, কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা রতন জ্যোতি চাকমা প্রমুখ।

সভা কারিতাসের ফিল্ড অফিসার ক্যথোয়াইপ্রু মারমার সঞ্চালনায় সভা শুরুতেই মাঠ সহায়ক মো. রবিউল ইসলাম পাওয়ার পয়েন্টের এর মাধ্যমে কার্যক্রমের কারিতাস প্রকল্পের উপর উপস্থাপন করেন।

বক্তারা জানান বেসরকারি সংস্থা কারিতাস দীর্ঘদিন যাবৎ থানচি উপজেলায় সফলভাবে কাজ করে আসছে তা অত্যন্ত প্রশংসনীয়। কারিতাস চলে গেলেও তাদের চলমান কার্যক্রম ধরে রাখার জন্য আহ্বান জানান এবং সুন্দর কাজ বাস্তবায়নের জন্য সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সামনে নতুন প্রকল্পে মহিলাদের দিবসে, সেমিনার, প্রশিক্ষণে ও কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

Exit mobile version