parbattanews

থানচিতে কোমলমতি শিক্ষার্থীদের আনন্দ উল্লাস 

থানচি প্রতিনিধি:

ইংরেজি বছরের প্রথম দিনে থানচিতে প্রায় ৭ হাজারের বেশি কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ উল্লাসমূখর পরিবেশে নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিনা মূল্যে বই গ্রহণ করছে।

উপজেলায় মোট ৪টি মাধ্যমিক স্কুলের ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণির পর্যন্ত ১২শত শিক্ষার্থী এই বই স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান হতে গ্রহণ করে। উপজেলা ১৬টি সরকারি ও ৫টি বেসরকারি মোট ২১টি প্রাথমিক বিদ্যালয়ের ৬ হাজার শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হয়।

এ উপলক্ষে সোমবার(১জানুয়ারি) সকাল ১০টায় থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা।

এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম ইস্কান্দার হোসেন, প্রেসক্লাবের সভাপতি অনুপম মারমা, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত নিজাম উদ্দিন, সহকারী শিক্ষক শাহদাৎ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান উবামং মারমা প্রমুখ।

Exit mobile version