আমিয়াখুম চ্যাম্পিয়ন, আলিকদম রানার্স আপ

থানচিতে খ্রিস্টরাজাপর্ব ও ধর্মপল্লীর পর্ব উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট

fec-image

বাংলাদেশ আর্চ ডাইসিস্ এসোসিয়েশনের চট্টগ্রাম আর্চ ডাইসিস্ এর আর্চ বিশপ লেরেকা সুব্রত হাওলাদার সিএসি বলেন, পাহাড়ে অবস্থানরত সকল সম্প্রদায়ের মানুষ মানুষের ভালবাসা বন্ধন, সমাজ, রাষ্ট্র, দেশের আনন্দঘন, মুহূর্তগুলো সম্মিলন হয় সম্মিলিত একটি খেলার মাধ্যমে। মিলন মেলা হতে পারে অসম্প্রদায়িক চেতনাকে ধারণ, রক্ষা ও উন্নয়ন মুখী একটি অঞ্চল। বান্দরবানের দুর্গম থানচি উপজেলা ফুটবল টুর্নামেন্ট সে ভালবাসা অর্জন করেছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকালের থানচি উপজেলা খ্রিস্টরাজাপর্ব ও ধর্মপল্লীর পর্ব উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যকালে উপরোক্ত কথা বলেন।

শান্তিরাজ মিশন মাঠে গত ৫ নভেম্বর ২৬টি দল অংশগ্রহণ করেন শনিবার ফাইনেল খেলার আলিকদম ত্রিপুরা যুব একাদশ বনাম আমিয়াখুম ত্রিপুরা যুব একাদশের মধ্যে থম থম উক্তেজনায় প্রথম অধ্যায়ে আলীকদম ১ আমিয়াখুম ০ শেষ মুহূর্তে আমিয়াখুমের ইভস ত্রিপুরা একটি গোল পরিশোধ করে সমতা আনেন। পরে ট্রাইবেকারের আলিকদমকে হাড়িয়ে আমিয়াখুম ৩ গোল থেকাই দিলে আলিকদম ত্রিপুরা একাদশ রানার্স আপ ও আমিয়াখুম ত্রিপুরা যুব একাদশ চ্যাম্পিয়নশীপ পুরুস্কার তুলে নেন এছাড়া ও নগদ ২০ হাজার টাকা পুরস্কার হাতে নেন।

নক- আউট পদ্ধতিতে মোট ২৭ টি ফুটবল প্রেমিক দলের অংশ গ্রহন করেছিল।

সমাপনী অনুষ্ঠানের ম্যান অব দ্য টুর্নামেন্ট ও শ্রেষ্ঠ গোল দাতা ইভাস ত্রিপুরা, শ্রেষ্ট গোল রক্ষক খুশিজয় ত্রিপুরা পেল পুরুস্কার অর্জন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেমাক্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা, সম্পাদক জর্জ কলিন্স ত্রিপুরা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তি রাজ মিশনের পাল পুরোহিত ফাদার নিকোলাস নকরেক পিএসসি, সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, থানা সেকেন্ড অফিসার তপন দাশ, সাবেক ইউপি চেয়ারম্যান মালিরাং ত্রিপুরা, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, সাবেক প্রধান শিক্ষক সত্যমনি ত্রিপুরা, অনবাহাদুর কারবারী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে রেফারি অনিল ত্রিপুরা, মংপ্রু মারমাসহ ৩ জনকে পুরস্কার দেয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন