থানচিতে চোরাচালান নিয়ন্ত্রণে তৎপর পুলিশ-বিজিবি
বান্দরবানের থানচি উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক দ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণে তৎপর রয়েছে পুলিশ ও বিজিবি।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে থানচি-আলিকদম ও বান্দরবান সড়কের জিরো পয়েন্ট এলাকায় পুলিশ ও বিজিবি যৌথভাবে যানবাহনে তল্লাশি চালায়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদারের নির্দেশে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
তল্লাশি অভিযানের সময় থানচি থানার উপ-পরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া জানান, “গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আমরা সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় রয়েছি। থানচি-আলিকদম ও বান্দরবান সড়ক এবং নদীপথে অস্থায়ী চৌকি বসিয়ে নিয়মিত যানবাহনের তল্লাশি চালানো হচ্ছে। ‘পুলিশ-জনতা ভাই ভাই’ স্লোগানের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।”
অপরদিকে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, “দেশ ও জনগণের স্বার্থে নৈরাজ্য, সন্ত্রাস, চোরাচালান ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ আপোষহীন। আমরা জনগণের সেবায় অঙ্গীকারবদ্ধ।”
এ সময় পুলিশের সঙ্গে বিজিবির ৫-৬ জন সদস্যও সক্রিয় অংশগ্রহণ করেন।