থানচিতে জাতীয় পুষ্টি সপ্তাহর আলোচনা ও পুরস্কার বিতরণ


বান্দরবানের থানচি উপজেলার সারাদেশের ন্যায় ৩ জুন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ।
স্বাস্থ্য কমপ্লেক্স’র পরিসংখ্যা কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, থানা উপ- পরিদর্শক এসআই তৌফিক আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি অনুপম মারমা, শান্তিরাজ মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিষ্টার রোজি হাদিমা, মহিলা বিষয়ক অধিতপ্তরে সহকারি অফিস প্রধান মো. এমরান হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার মো. আমির হোসেন।