parbattanews

থানচিতে জাতীয় শোক দিবস পালিত

থানচি প্রতিনিধি:

গভীর শোক, শ্রদ্ধা ও যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় সারাদেশের মত বান্দরবানের থানচিতে  স্বাধীনতার স্থপতি সাবেক প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিনব্যাপি কর্মসূচি শুরু করা হয়।

কর্মসুচির মধ্যে রয়েছে শিশু কিশোর ছাত্র ছাত্রীদের রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন ডকুমেন্টারি মাল্টিমিডিয়া প্রদর্শন ও প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের পুরুষ্কার বিতরন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ক্যাহ্লাচিং মার্মা । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আশরাফুল ইসলাম, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংথোয়াইম্যা মারমা রনি, পাবর্ত্য জেলা পরিষদের সদস্য থোয়াইহ্লামং মার্মা।

Exit mobile version