parbattanews

থানচিতে তিন সন্ত্রাসী আটক

untitled-1-copy

থানচি প্রতিনিধি:

থানচিতে চাঁদা সংগ্রহের সময় স্থানীয়  গ্রামবাসীদের ঐক্যবদ্ধে তিন সন্ত্রাসীকে আটক করে ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সোর্পদ করা হয়। সন্ত্রাসীদের কাজ থেকে ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে উপজেলা বলিপাড়া ইউপি ৭ নং ওয়ার্ডে। আটককৃতরা হলো মেনথক মো (২৮), মেনসং ম্রো (২২), ও মংএচিং মারমা (৩৫)।

ঘটনার সত্যতা স্বীকার করে ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ জোনাল কমান্ডিং অফিসার  হাবিবুর রহমান (পিএসসি) বলেন, তাদেরকে থানচি থানায় হস্তান্তর করার এবং বিরোধে  মামলা পক্রিয়াধীন রয়েছে।

শৈরাং ত্রিপুরা পাড়া প্রধান দংসিহা ত্রিপুরা (কারবারী) ও ইউপি মেম্বার উম্যামং মারমা সাংবাদিকদের জানান, বড় দিনের আগে ত্রিপুরা ন্যাশনাল পার্টি নামে চাঁদা দাবী করে। সন্ত্রাসী ও পাড়াবাসীদের দ্বি-পাক্ষিক আলোচনায় দাবীকৃত টাকা  বড় দিনে নির্ধারিত দিন ছিল সন্ত্রাসীদের দাবীকৃত টাকা প্রদানের। বড় দিন রবিবার দিবাগত রাতে ১২টায় তিনজন প্রবেশ করেন গ্রামে। গ্রামবাসীদের পূর্ব প্রস্তুতি অনুযায়ী তাদের ভোজন ব্যবস্থা করেন ভোজনের সময়  আটক করতে স্বক্ষম হয়।

 

Exit mobile version