parbattanews

থানচিতে পর্যটক ভ্রমণে সতর্কতা জারি

পর্যটকদের নদী পথে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে

বান্দরবানে শুরু হওয়া ভারী বর্ষণের কারণে থানচির নদীপথে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারী করেছে প্রশাসন। টানা বর্ষণে সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নাফাখুম, রেমাক্রী, বড় পাথর, বড় মদকে পর্যটক ভ্রমণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। থানচি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (৭ জুন) থানচি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাঙ্গু নদীর পানি বেড়ে গিয়ে তীব্র স্রোতের সৃষ্টি হওয়ায় পর্যটকদের নদী পথে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।

প্রসঙ্গত, এসব পর্যটন কেন্দ্র থেকে বিভিন্ন সময়ে নদীর স্রোতের টানে ভেসে গিয়ে অনেক পর্যটকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, ‘নদীর পানি বেশি বেড়ে যাওয়ায় ও পাহাড়ের কাঁদা জমে যাওয়ায় পর্যটকদের ভ্রমণের সুযোগ নেই। তাই পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Exit mobile version