parbattanews

থানচিতে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী মহিলাসহ আহত ৪

আহত

থানচি প্রতিনিধি:

বসতবাড়ী ভূমিবিরোধের জের ধরে পার্শ্ববর্তী প্রতিপক্ষের হামলায় থানচি উপজেলায় এক গর্ভবতী মহিলাসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। গর্ভবতী  মাকে বাঁচানো গেলেও পেটের সন্তানকে বাঁচানো যাবে কিনা তা নিয়ে সন্দেহে আশঙ্কায় রয়েছেন চিকিৎসক ।

হামলাকারী প্রভাবশালী হওয়ায় থানচি থানা এসআই মাহমদুল হাসান গর্ভবতী নারীর দেবর জিয়াবুল করিমকে  বিনা অপরাধে আটক করে থানায়  ৭ ঘন্টা  আটকে রেখে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেয়। মঙ্গলবার দিন ব্যাপী ঘটনাটি  বান্দরবান জেলা থানচি থানা নাকের ডগায় টিএনটি পাড়ায় এ ঘটনা ঘটে। বর্তমানে গ্রামে থমথমে পরিস্থিতির বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে আ’লীগের নেতা রেজাউল করিমের স্ত্রী ৮ মাসের গর্ভবতী রুপনা বেগমকে ঘরে একা পেয়ে প্রতিপক্ষ সীমানা প্রাচীর বা বেড়া ও বাড়ির চালের টিন খুলে পুকুরে পানি সংগ্রহের রাস্তা ব্লক করেন। একই গ্রামে প্রভাবশালী কসাই আহম্মদ কবির স্ত্রী ইয়াসমিন আক্তার, বিএনপি নেতা আবু সামাত’র স্ত্রী সোহাগ খাতুন, আবু নোমানের স্ত্রী  সাহেদা বেগম অকস্মিকভাবে হামলা চালায়। তখন তার শরীরে ভারী গাছের টুকরা দিয়ে মারধর করেন। ঘটনাস্থলে রুপনা বেগম ও তার স্বজনসহ মোট ৪ জন গুরুতর আহত হয়। আহত গর্ভবতীকে বান্দরবান হাসপাতাল থেকে রেফার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

থানচি থানার অফিসার ইনচার্জ আব্দুল সাত্তার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  আহত গর্ভবতীর শরীরে ব্যাপক আঘাত করা হয়েছে। কোন পক্ষ মামলা করেন নি। তবে মামলা পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান  তিনি।

Exit mobile version