parbattanews

থানচিতে প্রধানমন্ত্রীর করোনা প্রণোদনা ঋণ বিতরণ

বান্দরবানে থানচিতে প্রধানমন্ত্রীর কোভিড-১৯ আর্থিক প্রণোদনা স্বল্প সুদে ঋণ প্যাকেজের আওতায় দুই লক্ষ টাকা করে ঋণ পেলো ২ উদ্যোক্তা। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকাল তিনটায় থানচি উপজেলার উদ্যোক্তাদের মাঝে উপজেলা পরিষদ মিলানায়তনে এ আর্থিক প্রণোদনা ঋণ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা, মজ্ঞুরুর আরফিন সবুজ, উপজেলাপল্লী উন্নয়ন কর্মকর্তা ( বিআরডিবি) মো. আবু তৈয়ব, মহিলা বিষয়ক দপ্তরে অফিস সহকারী প্রধান মো. ইমরান হোসেন, প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার নিজাম উদ্দিন, সমবায় দপ্তরে অফিস সহকারী স্বপন দাশ প্রমুুখ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ( বিআরডিবি) মো. আবু তৈয়ব বলেন, প্রধান মন্ত্রী কোভিড-১৯ আর্থিক প্রণোদনা ঋণ প্যাকেজের আওতায় পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ক্ষুদ্র ও কুটির এবং মাঝারি শিল্পখাতকে সম্প্রসারণের লক্ষ্যে থানচি উপজেলা বরাদ্দ পরিমানে মতো উদ্যোগক্তাদের এ আর্থিক প্রণোদনা ঋণের আওতায় আনা হয়েছে। আপাতত দুইজন উদ্যোগক্তাকে দুই লক্ষ টাকা করে মোট চার লক্ষ টাকা স্বল্প সুদে প্রণোদনা প্যাকেজ করা হয়েছে। আগামীতে আরও ১০-১৫ জনকে দুই লক্ষ টাকা করে দেয়ার প্রস্তুতি রয়েছে।

Exit mobile version