parbattanews

থানচিতে ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২ কোটি ৫০ হাজার টাকা অর্থায়নে ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন বলিপাড়া ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. হাবিবুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, থোয়াইহ্লামং মারমা, সদস্য ফিলিপ ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল আজিজ, উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির আলম প্রমুখ।

অনুষ্ঠান শেষে ১৩ জুন পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত ৩১৫ হত দরিদ্র পরিবারের মধ্যে বিএনকেএস ও এইডশান এইড বাংলাদেশ সহযোগীতায় ৮৭ পরিবারকে ৯ হাজার টাকা এবং ২২৮ পরিবারকে ৪ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বীর বাহাদুর বলেন, শান্তি চুক্তির সুফল হচ্ছে পার্বত্য এলাকার উন্নয়ন। পাহাড়ে মানুষ যত শান্তিতে বসবাস করবে তত অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, রাস্তা-ঘাট ও অবকাঠামোর উন্নয়ন হবে।

পরে ২৫ লক্ষ টাকা ব্যয়ের উপজেলা পরিষদ ভবন সংস্কার, ৪৫ লক্ষ টাকা ব্যায়ের থানচি উপজেলা রেস্ট হাউজের উদ্বোধন করেন।

Exit mobile version