parbattanews

থানচিতে বর্ষার শুরুতে মশলা জাতীয় চারা পেল ৬৮ পরিবার

বান্দরবানে থানচি উপজেলা দুর্গম পাহাড়ি পল্লীতে পারিবারিকভাবে অর্থসামাজিক উন্নয়ন ও আয়-বর্ধকের সাথে যুক্ত করে হত দরিদ্র অসহায় ৬৮ পরিবারকে মশলা জাতীয় চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকালের উপজেলা ২নং তিন্দু ইউনিয়নের ২নং ওয়ার্ডে মরহুম মাংলু হেডম্যান পাড়া ও কোঅং খুমী পাড়ায় মোট ৪৬টি পরিবারকে এ চারা বিতরণ করা হয়।

একশনএইড-বাংলাদেশ অর্থায়নে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর আয়োজন করেন। মশলা চারার মধ্যে ছিল এলাচি, গোল মরিচ, দারুচিনি ও ভার্মি কম্পোস্ট সার ইত্যাদি।

মশলা জাতীয় চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন দাতা সংস্থা একশনএইড বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার এজেডএম মৌসুম ইসলাম, বিএনকেএস সংস্থার ওইএসআইএসএস প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক, পেশল চাকমা, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মংচ প্রু মারমা, ওইএসআইএসএস প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মাংলু হেডম্যান পাড়া ও কোঅং পাড়া, দুই পাড়াবাসী প্রধান (কারবারি) ও ৬৮ পরিবারের প্রধানরা অংশ নেন।

Exit mobile version