parbattanews

থানচিতে বিদ্যুৎহীন হত দরিদ্র ১১০ পরিবার পেল সোলার প্যানেল

থানচি উপজেলা প্রশাসন ও পরিষদের যৌথ উদ্যোগের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠাপমো সংস্কার কাবিটা ও টিআর কর্মসূচীর আওতায় বিদ্যুৎ বিহীন হত দরিদ্র ১১০ পরিবারের মাঝে সোলার প্যানেল দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনের সোলার প্যানেল ব্যবহার সংরক্ষনের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদে চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা , থানচি সদর ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, আ’লীগের সিনিয়র সহ সভাপতি উবামং মারমা, সদর ইউপি সংরক্ষিত মহিলা মেম্বার ডলিচিং মারমা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগটি দেশের সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদ এক যোগে কাজ করে যাচ্ছে। সোলার প্যানেল এর মাধ্যমে আলোকিত করা হবে এবং খুবই যত্নসহকারে সংরক্ষণ ও ব্যবহার করার আহ্বান জানান।

Exit mobile version