parbattanews

থানচিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

20170605_092951 copy

থানচি প্রতিনিধি:

‘‘প্রানের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে” এ প্রতিপাদ্য নিয়ে থানচিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কারিতাসের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি শেষে উপজেলা পরিষদ গোলঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের সহকারী প্রধান মো. এমরান হোসেন এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন থানচি রেঞ্চ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।

মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মার্মা প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিট অফিসার মো, কাজী মোকাম্মেল কবির, সহকারী সম্প্রসারন কৃষি কর্মকর্তা মো:. ইদ্রিস, পল্লী  সঞ্চয় ব্যাংক সহকারী মো. আলমগীর হোসেন, যুব উন্নয়ন অফিস সহকারী মা. সেলিম রেজা, কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাঠ কর্মকর্তা রতন জ্যোতি চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, প্রচুর পরিমানে যে বিষাক্ত গ্যাস, বিভিন্ন কলকারখানা ও গাড়ির কালো ধোঁয়া নির্গমনের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের উঞ্চতা দিন দিন বৃদ্ধি পেয়ে এক সময়ে দেশের নিম্ম অঞ্চল পানিতে তলিয়ে যাবে। তাই এ দিবস পালনের মধ্য দিয়ে জনগণকে সচেতন হতে হবে। মানুষ সাধ্যের মধ্যে যা পারে পরিবেশ অনুকুলে রাখার জন্য পরিবেশ দূষণ না করে গাছ বেশি পরিমানে রোপন করে বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

Exit mobile version