parbattanews

থানচিতে ভাল্লুকের কামড়ে যুবক আহত

আহত রুবেলের ছবি

থানচিতে এসডি রুবেল ত্রিপুরা (৩০) নামে এক ব্যক্তি ভাল্লুকের কামড়ে আহত হয়েছেন।

বুধবার (২২ মে) সকালে পাহাড়ে কাজের যাওয়ার সময় মুংগহা পাড়া পার্শ্ববর্ত্তী ঝিড়িতে গেলে একটি ভালুক বাচ্চা সহ মুখোমুখি হলে এঘটনা ঘটে।

আহত রুবেল বান্দরবানের রুমা উপজেলায় গালেংগ্যা ইউনিয়নের মুংগহা পাড়ার মৃত ইমাজন ত্রিপুরার ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে পাহাড়ে কাজের যাওয়ার সময় মুংগহা পাড়া পার্শ্ববর্ত্তী ঝিড়িতে গেলে একটি ভালুক বাচ্চাসহ মুখোমুখি হলে রুবেলকে মুখমন্ডলসহ হাতে পায়ে বিভিন্ন স্থানে কামড় দিয়ে জখম করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাড়ায় নিয়ে আসে বলে জানান গালেংগ্যা ইউপি সদস্য মি. অনচন্দ্র ত্রিপুরা।

পরবর্তীতে আহতকে থানচি উপজেলাধীন বলিপাড়া বাজারে চিকিৎসার জন্য আনা হলে স্থানীয় বিজিবি ৩৮ ব্যাটালিয়ন ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বান্দরবান সদরে জরুরীভাবে বেলা ৩টার দিকে উন্নত চিকিৎসা জন্য প্রেরণ করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত রুবেল ত্রিপরাকে কক্সবাজারের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে ।

Exit mobile version