parbattanews

থানচিতে মহিলা সমাবেশ

 

থানচি প্রতিনিধি:

বান্দরবান জেলার থানচিতে ২০১৭-১৮ অর্থ বছরে ১ম প্রান্তিক “সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, বিশেষ করে মাননীয় প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমূহে ব্র্যান্ডিং, বিভিন্ন সেক্টরে অর্জিত সফলতা, ভিশন: ২০২১ ও ভিশন: ২০৪১ এর লক্ষ্য ও অর্জন সমূহের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এমডিজি) সন্ত্রাস ও জঙ্গীবাদ ইত্যাদি বিষয়ে জনগণের অবহিত করণ ও উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করণের লক্ষ্যে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান জেলা তথ্য সেবা অধিদপ্তরের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ অধিদপ্তর পরিচালক (প্রচার ও সমন্বয়) শারকে চামান খান, অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর সাক্তার, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, জেলার তথ্য অফিসার প্রিতি তংচংগ্যা, অফিস সহকারী মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ। সমাবেশে উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও মহিলা অভিভাবকরা স্বতষ্ফুর্তভাবে অংশ নেন।

Exit mobile version