থানচিতে শর্তসাপেক্ষে ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার


বান্দরবানের থানচি উপজেলার দীর্ঘ ৩৩ মাস পর পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে বাতিল করল প্রশাসন। বৃহস্পতিবার ৫ জুন রাতে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে বান্দরবান জেলা আইনশৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ৩ জুন ২০২৫ তারিখের সভার সিদ্ধান্ত ও সদর দপ্তর, ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান সেনানিবাসের ৫ জুন তারিখের ১৪০/৫৯/জিএস (ইন্ট) পত্রের আলোকে নিম্নবর্ণিত পর্যটন এলাকাসমূহে আগামী ৬ জুন ২০২৫ তারিখ হতে পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা নিম্নোক্ত শর্তসাপেক্ষে এতদ্দ্বারা বাতিল করা হলো।
থানচি উপজেলা-থানচি হতে মদক অভিমুখে তিন্দুমুখ পর্যন্ত এবং বাকলাইপাড়া অভিমুখে তমাতুঙ্গি পর্যন্ত এবং রুমা উপজেলা- রুমা বাজার হতে বগালেক পর্যন্ত (মুনলাই পাড়াসহ) পর্যটকরা ভ্রমণ করতে পারবে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো।
শর্তাবলী: ক) সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উপর্যুক্ত স্থানসমূহ ব্যতীত রুমা ও থানচি উপজেলার অন্য জায়গায় পর্যটকদের গমনাগমন নিষিদ্ধ থাকবে। খ) জেলা/উপজেলা প্রশাসনের নিবন্ধিত টুরিস্ট গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না।
গ) পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট/পর্যটক তথ্য সেবা কেন্দ্রে চাহিত তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে বলে শর্তে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জঙ্গি ও কেএনএফ এর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানকালে ২০২২ সালে ১৭ অক্টোবর রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটন স্থানগুলোতে সকল পর্যটকের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।
তখন থেকে দুই উপজেলার পর্যটক এর ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার করা হলেও রুমা উপজেলায় নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি।
দীর্ঘ ৩৩ মাসের পর সীমিত পরিসরে হলেও পর্যটন স্পটগুলোতে পর্যটকের ভ্রমণ চালু করার উদ্যোগ নিলেন জেলা প্রশাসক, এ কথা উল্লেখ করে পর্যটকের পথপ্রদর্শক মো. মামুনর রশিদ বলেন, সীমিত পরিসরে হলেও উপজেলায় পর্যটকের শুভাগমন এর ব্যবস্থা চালু করায় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।